চট্টগ্রামের শিল্প কারখানা রক্ষায় সচেতন জনতাকে এগিয়ে আসতে হবে।

চট্টগ্রামের শিল্প কারখানা রক্ষায় সচেতন জনতাকে এগিয়ে আসতে হবে।

sub-editor    ১২:১০ পিএম, ২০২৪-০২-২৬    65


চট্টগ্রামের শিল্প কারখানা রক্ষায় সচেতন জনতাকে এগিয়ে আসতে হবে।

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম। চট্টগ্রামের শিল্প কারখানা দিন দিন ধ্বংসের বা অবনতির দিকে যাওয়ার একমাত্র কারন হচ্ছে, এখানে তেলবাজ এবং পা চাঁটা কিছু চট্টগ্রামের বাহিরের লোক চাকুরি করে, যারা বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় আন্ডার মেট্রিক বা অষ্টম শ্রেনীপাস, কিন্তু মোসাহেবী বা তেলবাজি এবং বিভিন্ন কৌশলে মালিকের পা চেঁটে বা উপরের কর্তা ব্যক্তিদের পা চেঁটে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দখল করে বসে আছেন, আবার তারা বেতনও পায় মোটা অংকের ৬০/৭০হাজার টাকা। আর অপরদিকে তাদের অধীনে চাকুরি করতে হচ্ছে চট্টগ্রামের মালিকানাধীন কোম্পানি হওয়া সত্বেও চট্টগ্রামের অনার্স মাস্টার্স সদ্য পাস করে বাহির হওয়া মেধাবী তরুণ তরুণীদের। যাদের বেতনও নির্ধারণ করে দেন আবাার ঐসব অষ্টম শ্রেনী পাশ চাটুকার'রা। তারা চট্টগ্রামের ছেলে-মেয়ে দেখলে ষড়যন্ত্র করে বেতন ধরেন ১০/১৫ হাজার টাকা। আবার ঐসব শিল্প কারখানায় আভ্যন্তরীণ কোন সমস্যা হলে চট্টগ্রামের মালিক পক্ষকে ঠেকানোর জন্য মূহুর্তে ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকদের উস্কানি দিয়ে শিল্প কারখানায় কৃত্রিম সংকট সৃষ্টি করে, শিল্প কারখানা বন্ধ করে রাখার মতো জঘন্য কাজটা করতেও যার পর নাই তৎপরতায় লিপ্ত থাকতে দেখা যায় তাদেরই। তারা যতক্ষণ কারখানার ভিতরে থাকেন, ততক্ষণ কাউকে কেউ না চিনলেও বাহিরে দেখা যায় একেঅপরের খয়ের খাঁ (!) সবাই তারা এক এবং অভিন্ন।আমার জানামতে চট্টগ্রাম সাগরিকা এলাকায় একটি পোশাক কারখানায় এজিএম পদমর্যাদার স্বাক্ষর জ্ঞানহীন একজন চাকুরী করেন, যার বাড়ী বরিশাল বিভাগের বরগুনা জেলায়।উনি দীর্ঘদিন এই কোম্পানিতে চাকুরী করার সুবাধে মালিকে পক্ষকে পাচেটে বিশ্বস্ত হয়ে উঠেন।সেই সুযোগ কাজে লাগিয়ে সে নিজের এসএসসি পাশকরা ছেলেকে বসিয়ে দিয়েছেন ত্রিশহাজার টাকা বেতনে কোম্পানির সিএনএফ সেক্টর দেখাশুনার চেয়ারে।তার ভাইপো ভাগ্নে জামাই শাশুরবাড়ীর আত্নীয় স্বজন সহ বর্তমানে সূত্রমতে শুধু শ্রমিক ছাড়া ম্যানেজমেন্টে উনার লোক রয়েছেন ১৩৪ জন।আর শ্রমিক সহ সবমিলিয়ে বরগুনা জেলার এই এজিএম এর লোক পাচঁ শতের উপরে।অথচ মালিক পক্ষ জানেননা কে কার রেফারেন্স ও কার আত্নীয় স্বজন। যার কারনে তারা মূহুর্তে ঐক্যবদ্ধ হয়ে চট্টগ্রামের মান্যবর শিল্প মালিক গণ'কে অনেকটা জিম্মি করে রেখেছে। যার প্রভাবে চট্টগ্রামের শিল্প কারখানা গুলো উন্নতির দিকে ধাবিত হতে পারছেন না। এখন এই সমস্যা থেকে বেরিয়ে হয়ে এসে চট্টগ্রামের শিল্প কারখানা গুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হলে, প্রথমেই জিম্মি দশা'র জন্য দায়ী, ঐসব মোসাহেব দের স্থলাভিষিক্ত করতে হবে, নবাগত উচ্চ শিক্ষিত তরুণ প্রজন্মের। এবং ভাঙতে হবে এই সিন্ডিকেট। এক্ষেত্রে অভিজ্ঞতার দোহাই দিয়ে নাটকীয় পঙ্থীমালা'র বিদায় বৈ অন্যথা শুধুই অরণ্যে রোদন বলেই আপাত: বাস্তবতায় গুরুত্বপূর্ণ বলে মনে হয়। হাল-যামানায় সর্বক্ষেত্রে নবাগত দের উচ্চাভিলাসী সফলতার স্বাক্ষরতা'ই যদি প্রমাণিত হয়, তো শিল্প-কারখানা পরিচালনার দায়িত্ব মেধাবী দেশ প্রেমিকদের হাতে তুলে দেয়াই শ্রেয় বলে মনে হয়। কেননা, মোসাহেব দের তুলনায় এখানে নবাগত'দের অনেক কম খরচে নিয়োগ দেয়া যেমন সম্ভব, তেমনি বাস্তবভিত্তিক উদ্দীপণায় কর্ম-পরিকল্পণার সাথে সাথে মেধার বিকাশ ঘটতে পারে নবাগত দের। এই পলিসি যদি চট্টগ্রামের শিল্প মালিকরা গ্রহণ করেন, তাহলে একদিকে প্রতিমাসে তুলনা মূলক অর্ধেক খরচে মেধা, শ্রম ও দক্ষতা কে কাজে লাগিয়ে লাভবান হতে পারেন সম্মাণিত মালিক পক্ষ, অপরদিকে ধীরলয়ে জন সস্পদে রূপান্তরিত হবে নবাগত উচ্চ শিক্ষিত মেধাবীদের। একই সাথে মেধাবীদের ভূত প্রায়োগিক কৌশলে উন্নতির দিকে এগিয়ে যেতে থাকবে শিল্প কারখানা গুলো, আর এটাই বাস্তব সম্মত পন্থা বলে মনে হয়। এখানে বেসরকারি শিল্প-কারখানায় দীর্ঘ দিন যুক্ত থাকার ফলে আরো একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এখানে বলতে পারি যে, বহিরাগত মোসাহেব দের যেসব বিভিন্ন উচ্চতর ডিগ্রীর সনদ দিয়ে চাকুরি করছেন সূত্রীয় অনুসন্ধানে তাদের বেশিরভাগ সার্টিফিকেট জাল বা একজনের সার্টিফিকেট আরেকজন দিয়ে চাকুরি নিয়েছেন এমন গুরুতর অভিযোগও প্রমাণিত হওয়ার সম্ভাবনা বিদ্যমান। এরকম হাজারো ভেজালের মধ্য চলছে চট্টগ্রামের মালিকানাধীন শিল্প কারখানা গুলো। তাই, চট্টগ্রামের মান্যবর শিল্প-মালিক গণের এইসব বিষয় গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে আগামীর মসৃণ পথচলা সুনিশ্চিত করতে ভাববার সময় উঁকি দিচ্ছে বলেই মনে হয়। আপনার শিল্প কারখানা রাতারাতি লোকসান কাটিয়ে উঠে একটি সুুন্দর নিরাপদ লাভজনক প্রতিষ্ঠানে পরিনত হউক, উদীয়মান মেধাবী দের ক্ষুরধার শৈল্পিকতার শিষ্টাচার এ পরিণত হউক শিল্পাঙ্গন। বিভিন্ন ষড়যন্ত্রের শিকার মুক্ত হয়ে, মুক্ত চিন্তার ঊণ্মেষ ঘটবে চলমান কারখানা গুলোয়। চালু হতে থাকবে কূশীলব দের থাবায় বন্ধ হয়ে যাওয়া কারখানা গুলো, এটাই প্রত্যাশা। তবে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ব্যাপারে শুধু শিল্প কারখানা মালিক আন্তরিক হলে হবে না।চট্টগ্রামের সকল সচেতন নাগরিক, সুশীল সমাজের প্রতিনিধি, জন প্রতিনিধি, সকল মিডিয়া সহ আন্তরিক ভাবে সুস্থ্য ও সুন্দর মানসিকতা পূর্ণ সহযোগীতা প্রয়োজন। জয় হোক মানবতার। মোঃ হাসানুর জামান বাবু। কলাম লেখক,মিডিয়াও সমাজ কর্মী।


রিটেলেড নিউজ

নকল হিজরাদের দৌড়াত্বে আসল হিজড়ারা সবদিক থেকে বঞ্চিত 

নকল হিজরাদের দৌড়াত্বে আসল হিজড়ারা সবদিক থেকে বঞ্চিত 

sub-editor

বিস্তারিত আজগর আলী মানিক এর রিপোর্টে  তৃতীয় লিঙ্গ তথা হিজড়ারা আজকাল আর আগের মতো নেই। অর্থের লোভ... বিস্তারিত

নবাবগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নবাবগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সংখ্যা বেশি।

নবাবগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নবাবগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সংখ্যা বেশি।

sub-editor

নবাবগঞ্জে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত... বিস্তারিত

ঢাকা দোহার ও নবাবগঞ্জ উপজেলার পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সোমবার বেলা ৫ টা পর্যন্ত ৮জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

ঢাকা দোহার ও নবাবগঞ্জ উপজেলার পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সোমবার বেলা ৫ টা পর্যন্ত ৮জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

sub-editor

নির্বাচন কমিশনের ঘোষণাকৃত তফসিল অনুযায়ী আগামী ১৭ই মে মনোনয়নপত্র যাচাই বাছাই এবং ৮ই মে উপজেলা পরি... বিস্তারিত

 প্রহেলা বৈশাখ উপলক্ষে পাবনার চাটমোহর মঙ্গল শোভাযাত্রা বের হয়।

প্রহেলা বৈশাখ উপলক্ষে পাবনার চাটমোহর মঙ্গল শোভাযাত্রা বের হয়।

sub-editor

মোঃ রিপন হোসেন ক্রাইম রিপোর্টার পাবনা জেলা শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চ... বিস্তারিত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় কুলিক নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় কুলিক নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

sub-editor

গোলাম রাব্বানী ঠাকুরগাঁও প্রতিনিধি। ১৪ এপ্রিল (রবিবার) দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা এ... বিস্তারিত

সর্বশেষ

নকল হিজরাদের দৌড়াত্বে আসল হিজড়ারা সবদিক থেকে বঞ্চিত 

নকল হিজরাদের দৌড়াত্বে আসল হিজড়ারা সবদিক থেকে বঞ্চিত 

sub-editor

বিস্তারিত আজগর আলী মানিক এর রিপোর্টে  তৃতীয় লিঙ্গ তথা হিজড়ারা আজকাল আর আগের মতো নেই। অর্থের লোভ... বিস্তারিত

নবাবগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নবাবগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সংখ্যা বেশি।

নবাবগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নবাবগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সংখ্যা বেশি।

sub-editor

নবাবগঞ্জে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত... বিস্তারিত

ঢাকা দোহার ও নবাবগঞ্জ উপজেলার পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সোমবার বেলা ৫ টা পর্যন্ত ৮জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

ঢাকা দোহার ও নবাবগঞ্জ উপজেলার পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সোমবার বেলা ৫ টা পর্যন্ত ৮জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

sub-editor

নির্বাচন কমিশনের ঘোষণাকৃত তফসিল অনুযায়ী আগামী ১৭ই মে মনোনয়নপত্র যাচাই বাছাই এবং ৮ই মে উপজেলা পরি... বিস্তারিত